অসুস্থ আল্লমা বাবুনগরীর শয্যাপাশে প্রবীণ ওলামায়ে কেরাম

ইসলাম টাইমস ডেস্ক: হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার সহযোগী মহাপরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী চট্টগ্রাম সিএসসিআর হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে অসুস্থ আল্লামা বাবুনগরীকে দেখতে প্রতিদিনই হসপিটালে যাচ্ছেন দেশের শীর্ষ ওলামায়ে কেরাম, ভক্তবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

গতকাল শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৮ টার পর ভাগ্নে আল্লামা বাবুনগরীকে দেখতে হসপিটালে যান হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক সিনিয়র নায়েবে আমীর, জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসার মহাপরিচালক মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। এ সময় তিনি দীর্ঘ সময় ভাগ্নের শয্যা পাশে অবস্থান করেন এবং শারীরিক খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহর দরবারে দুআ করেন।

গত শনিবার (৮ ফেব্রুয়ারি) থেকে আল্লামা বাবুনগরী হসপিটালে চিকিৎসাধীন। বর্তমানে শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে বলে জানিয়েছেন ব্যক্তিগত সহকারী মাওলানা ইনআমুল হাসান।

আল্লামা বাবুনগরীর শয্যা পাশে উপস্থিত হয়ে অন্যান্যদের মাঝে আরো খোঁজখবর নিয়েছেন, চট্টগ্রামের জিরি মাদরাসার মহাপরিচালক মাওলানা শাহ মুহাম্মাদ তৈয়্যব, মোজাহেরুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা লোকমান হাকিম, বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালক মাওলানা আরশাদ রহমানী, হাটহাজারী মাদরাসার মুহাদ্দিস মাওলানা শেখ আহমদ, মুফতী জসিমউদদীন, মাওলানা আহমদ দিদার কাসেমী, মাওলানা কবির আহমদ, সহকারী শিক্ষাপরিচালক মাওলানা আনাস মাদানী, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা নাসির উদ্দীন মুনির, আলহুদা মহিলা মাদরাসার নির্বাহী পরিচালক মাওলানা মীর ইদরিস, মুফতী হারুন ইজহার চৌধুরী, মেখল মাদরাসার সিনিয়র মুফতী মাওলানা মুহাম্মাদ আলী কাসেমী, মাওলানা আনোয়ার শাহ আযহারী, মুফতী আবু সাঈদ, নানুপুর মাদরাসার শায়খুল হাদিস মুফতী কুতুবউদ্দিন নানুপুরী, হেফাজতে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা আব্দুল জাব্বার, মাওলানা নুরুল আমিন মাহদী, মাওলানা গাজী ইয়াকুব ওসমানী, বাবুনগর মাদরাসার মুহাদ্দিস মাওলানা শুয়াইব বাবুনগরী প্রমুখ।

পূর্ববর্তি সংবাদমিল্লিয়ার শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিলে আবারও পুলিশি হামলা, ১০০ জনেরও বেশি গ্রেফতার
পরবর্তি সংবাদঅপরাধ স্বীকার করে প্যারোলে মুক্তির আবেদন করলে বিবেচনা করা যেতে পারে: তথ্যমন্ত্রী