ঔরসজাত সন্তানের মতো পালকপুত্রও কি পিতার মীরাস পাবে?

প্রশ্ন: আমার এক আত্মীয়ের এক পালকপুত্র আছে। গ্রামের এক গরীব নারীর সন্তানকে নিয়ে পালকপুত্র বানিয়েছে। আমি জানতে চাই, পিতার ঔরসজাত সন্তানের মতো পালকপুত্রও কি পিতার মীরাস পাবে? শরীয়তের বিধান কী?

উত্তর: পালকপুত্র ঔরসজাত সন্তানের মতো নয়। সে মীরাসের হকদার নয়।

হাওয়ালা: -ফাতাওয়া হিন্দিয়া ৬/৪৪৭; আদ্দুররুল মুখতার ৬/৭৬২

পূর্ববর্তি সংবাদঅপরাধ স্বীকার করে প্যারোলে মুক্তির আবেদন করলে বিবেচনা করা যেতে পারে: তথ্যমন্ত্রী
পরবর্তি সংবাদবারবার খালেদা জিয়ার মুক্তি চেয়েও সরকারের কোনো সাড়া পাইনি: ফখরুল