তুরস্ক সীমান্তে ভয়াবহ বিমান হামলা চালাল রাশিয়া

ফাইল ছবি

ইসলাম টাইমস ডেস্ক: গতকাল শুক্রবার সন্ধ্যায়  তুরস্ক-সিরিয়া সীমান্তে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে রাশিয়া। ওই অঞ্চলে বিমান হামলা না চালাতে বার বার রাশিয়াকে সতর্ক করে দিয়েছে তুর্কি প্রশাসন। এরপরও সেখানে বিমান হামলা চালানো হলো। এতে মস্কো ও আঙ্কারার মধ্যে সর্বোচ্চ উত্তেজনার সৃষ্টি হতে পারে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল মাসদার নিউজ সূত্রে জানা গেছে, তুরস্ক সমর্থিত সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম নিয়ন্ত্রিত এলাকায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে সংগঠনটির বেশ কয়েকটি ঘাঁটি লন্ডভন্ড হয়ে গেছে।

স্থানীয় কয়েকটি সূত্র জানিয়েছে, সিরিয়ার আলেপ্পো শহরের পশ্চিম দিকে ও ইদলিবের উত্তর-পশ্চিমাঞ্চলে কয়েক দফায় বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে এইচটিএসের ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হামলায় কেউ হতাহত হয়েছে কি না তা জানা যায়নি।

পূর্ববর্তি সংবাদরোহিঙ্গা শিবিরে চলছে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ : স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তি সংবাদপুলিশি ঘেরাওয়ের মাঝেই হঠাৎ ব্যাপক জনসমাগম নয়াপল্টনে