বেগম জিয়ার মুক্তির জন্য বিএনপি কোথায় আবেদন করেছে আমার জানা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, নিয়মানুযায়ী প্যারোলের জন্য আদালতে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে হয়। কিন্তু বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য বিএনপি ও তার পরিবার কোথায় আবেদন করেছে তা আমি জানি না।

রোববার দুপুরে রাজধানীতে সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের গুলশান শাখার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখন পর্যন্ত কোনো আবেদন আসেনি। বিএনপি কোথায় আবেদন করেছে তা আমার জানা নেই।

তিনি বলেন, খালেদা জিয়া দুর্নীতি মামলায় আদালতের আদেশে সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে আছেন। উনি কোনো আবেদন করতে চাইলে আদালতের মাধ্যমেই করতে হবে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি বা প্যারোল সম্পূর্ণ আদালতের এখতিয়ার; এ বিষয়ে সরকারের কিছুই করার নেই বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

পূর্ববর্তি সংবাদকোনো বক্তব্য ‘আইনসম্মত ও বৈধ’ কিনা বিচার করা ফেসবুকের কাজ না: মার্ক জাকারবার্গ
পরবর্তি সংবাদএকান্ত সাক্ষাৎকারে ড. ইয়াসির নাদীম (দ্বিতীয় পর্ব): ‘দিল্লিতে হিন্দুত্ববাদ পরাজিত ও প্রত্যাখ্যাত হয়েছে’