মুসলিম বাজার মাদরাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইসলাম টাইমস ডেস্ক: খতমে কুরআন এবং খতমে বুখারি উপলক্ষে রাজধানীর মিরপুরে জামিয়া ইমদাদিয়া দারুল উলূম মুসলিম বাজার মাদরাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাদরাসা মসজিদ কমপ্লেক্সে আজ বৃহস্পতিবার জোহরের পরে শুরু হয় এ দোয়া মাহফিল।

মাহফিলে আলোচনা করেন ঢালকানগরের পীর সাহেব মাওলানা আবদুল মুতীন বিন হোসাইন, আকবর কমপ্লেক্স মাদরাসার পরিচালক মুফতি দিলাওয়ার হুসাইন, বেফাকুল মাদােিসের পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আবু উইসুফ আল মাদানী, ইসলামবাগ মাদরাসার পরিচালক মাওলানা মঞ্জরুল ইসলাম আফেন্দী।

মাহফিলে মুফতি দিলাওয়ার হুসাইন বলেন, সকল সন্তানই ভূমিষ্টের পর সৎ থাকে। পিতামমাতার বাধ্য থাকে। পরে পরিবেশ প্রতিবেশের কারণে অনেকে পিতামাতার অবাধ্য হয়ে উঠে। আসল সঠীক দ্বিনী শিক্ষা না থাকার কারণে এটা হয়। তাই সন্তানকে উপযুক্ত দ্বীনি শিক্ষা দিতে হবে। নিজেদের শান্তির জন্য হলেও পিতামাতার উচিত হবে সন্তানের ভবিষ্যত জীবনকে দ্বীনের আলোয় আলোকিত করা।

বেফাকের পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি আবু ইউসুফ বলেন, বর্তমানে আমাদের সমাজে বিভিন্ন রতমের বাতিল ফিরকা আছে। আমলে বাতিল ফিরকা সব যামানায়ই ছিল। কখনো তারা মুতাযিলা নামে আত্মপ্রকাশ করেছে, কখনো খারেজী, শিয়া, রাফেজী। বর্তমান সময়ে যেমন কাদিয়ানিসহ আরও নানান বাতিল ফিরকা রয়েছে। সব যামানার উলামায়ে কেরামই বাতিলের মোকাবেলায় বলিষ্ঠ ভূমিকা রেখেছেন। বর্তমান সময়ের আলেম হিসেবে আমাদেরও বাতিল অপনোদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

পূর্ববর্তি সংবাদকেরানীগঞ্জে অপহরণের চারদিন পর মাদরাসাছাত্রের গলাকাটা লাশ উদ্ধার, আটক ২
পরবর্তি সংবাদযাত্রা বাতিল বাংলাদেশের ১০ হাজার ওমরাহ যাত্রীর, ক্ষতি ৫০ কোটি টাকা!