সিএএ বিরোধীদের ছবি দিয়ে যোগী সরকারের ব্যানার টানানোকে নির্লজ্জ কাণ্ড বললেন আদালত

ইসলাম টাইমস ডেস্ক: মুসলিম বিদ্বেষী বিতর্কিত নাগরিকত্ব আইন নিয়ে প্রতিবাদকারীদের ছবি টাঙিয়ে আদালতের তোপের মুখে পড়েছে উত্তরপ্রদেশের হিন্দুত্ববাদী মূখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার। প্রশাসনের এমন উদ্যোগকে ‘নির্লজ্জ’ কর্মকাণ্ড বলেও মন্তব্য করেছেন বিচারপতিরা।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, সোমবার ওই বিলবোর্ডগুলো সরিয়ে ফেলার নির্দেশ দেয় ইলাহাবাদ হাইকোর্ট। পাশাপাশি আগামী ১৬ মার্চের মধ্যে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে এ বিষয়ে রিপোর্ট প্রদানের নির্দেশ দিয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ।

গত বৃহস্পতিবার লক্ষ্মৌ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৫৩ জনের ছবি, নাম, ঠিকানা দিয়ে বিলবোর্ড টাঙায় যোগীর প্রশাসন। তাদের মধ্যে ছিলেন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার এস আর দারাপুরি, সমাজকর্মী মোহাম্মদ শোয়েব, কবি দীপক কবীরের মতো বিশিষ্ট ব্যক্তিত্ব। এছাড়া কংগ্রেসের স্থানীয় নারী নেত্রী সাদাফ জাফরের নাম-ছবিও দেয়া হয়েছে তাতে।

যোগী আদিত্যনাথ সরকারের উদ্যোগেই বিলবোর্ডগুলো লাগানো হয়। সরকারি সম্পত্তি ভাঙচুরের বিরুদ্ধে প্রচারণা চালাতে এমন ব্যবস্থা নেয় হয়েছে বলে দাবি উত্তরপ্রদেশ সরকারের।

যোগী সরকারের এ ধরনের পদক্ষেপে উত্তরপ্রদেশ হাইকোর্ট স্বতঃপ্রণোদিতভাবে মামলা করে। রোববার নজিরবিহীনভাবে ছুটির দিন শুনানি করেন হাইকোর্টের প্রধান বিচারপতি গোবিন্দ মাথুর। সরকারের এ ধরনের পদক্ষেপের তীব্র সমালোচনা করেন তিনি। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, এভাবে সরকার ব্যক্তিগত পরিসর এবং স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারে না।

পূর্ববর্তি সংবাদসরকারের বিরুদ্ধে করোনা ভাইরাসের তথ্য গোপনের অভিযোগ ফখরুলের
পরবর্তি সংবাদমুজিববর্ষের উদ্বোধনী আয়োজন মিডিয়াভিত্তিক করার সিদ্ধান্ত