এবার করোনা ধরা পড়ল অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর

ইসলাম টাইমস ডেস্ক: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন সবাই।সাধারণ মানুষ থেকে শুরু করে আপাত সুরক্ষিত জীবনযাপন করা সমাজের উঁচুতলার মানুষ, এমনকি সরকারি আমলা-মন্ত্রীরাও এ ভাইরাস থেকে রেহাই পাচ্ছে না। এবারে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী পিটার ডটনও এ ভাইরাসে আক্রান্ত বলে নিশ্চিত করেছেন।

শুক্রবার (১৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এ তথ্য নিশ্চিত করেন পিটার। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

শুক্রবার সকালে গলাব্যথা ও জ্বর নিয়ে তার ঘুম ভাঙে। দ্রুত কুইন্সল্যান্ড হাস্পাতালের স্বাস্থ্য বিভাগে যোগাযোগ করে পরীক্ষা করা হলে করোনা ভাইরাস পজিটিভ আসে বলে জানান পিটার।

টুইটারে তিনি লেখেন, আজ সকালে গলাব্যথা ও জ্বর নিয়ে আমার ঘুম ভাঙে।বর্তমানে আমি কুইন্সল্যান্ড হাসপাতালেই ভর্তি। এখন ভালো আছি।

এখন পর্যন্ত অস্ট্রেলিয়ায় ১৫৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত। আক্রান্তদের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে।

পূর্ববর্তি সংবাদকরোনা থেকে মুক্তির জন্য বায়তুল মোকাররমে সমমনা ইসলামি দলগুলোর সম্মিলিত দোয়া
পরবর্তি সংবাদএমপি শিখরের মামলা নিয়ে যা লিখলেন সম্পাদক মতিউর রহমান চৌধুরী