নেত্রকোণায় ‘অজ্ঞাত রোগে’ মারা যাচ্ছে গবাদি পশু

ইসলাম টাইমস ডেস্ক: নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় ‘অজ্ঞাত রোগে’ মারা গেছে গবাদি পশুসহ কুকুর-বিড়াল। গত ২৪ ঘণ্টায় লিয়াজুরী উপজেলায় ছয়টি গরু-ছাগলসহ ২০টি কুকুর-বিড়াল মারা গেছে। আর গত দুই দিনে খালিয়াজুরী সদর, লক্ষ্মীপুর, কাদিরপুর, আয়াতপুর, রসুলপুরসহ বিভিন্ন স্থানে গৃহপালিত পশুসহ প্রায় ৩০-৪০টি পশু মারা গেছে।

এলাকাবাসী প্রথমে বিষয়টিকে স্বাভাবিক মৃত্যু বলে ধরে নিলেও একাধিক পশু দ্রুত মারা যাওয়ায় বিষয়টিকে ‘অজ্ঞাত রোগ’ হিসেবে দেখছেন পশু চিকিৎসক ও বিশেষজ্ঞরা।

খালিয়াজুরী সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য গোলাম আবু ইছহাক জানান, গত চার-পাঁচ দিনে প্রায় ২০-২৫টি কুকুর অজানা রোগে মারা গেছে। ফলে এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। নিজে উদ্যোগী হয়ে এলাকার কিছু যুবককে সঙ্গে নিয়ে কিছু মৃত কুকুর মাটিচাপা দিয়েছেন তারা। করোনাভাইরাস আতঙ্কের পাশাপাশি এ ঘটনায় আরও বেশি আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসী।

খালিয়াজুরী উপজেলা ভেটেরিনারি সার্জন জাহাঙ্গীর আলম জানান, তিনি গরু-ছাগলসহ কুকুর-বিড়ালের মৃত্যুর খবর পেয়েছেন। সরেজমিনে পরিদর্শনের পরই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তি সংবাদসৌদি আরবে কারফিউ আরও জোরদার করা হয়েছে
পরবর্তি সংবাদচীন থেকে এলো আরও ৩০ হাজার করোনা শনাক্তকরণ কিট