নিউইয়র্কে করোনায় ৪ মৃতের জানাযা পড়ালেন বাংলাদেশী আলেম মুফতী ইসমাঈল

ইসলাম টাইমস ডেস্ক : নিউইয়র্কে করোনায় ৪ মৃতের জানাযা পড়ালেন বাংলাদেশী আলেম মুফতী ইসমাঈল। বাংলাদেশী আলেমের এমন সাহসী উদ্যোগের প্রশংসা করছেন নিউইয়র্কের বাসিন্দারা।

বিশ্বে ইতালিকে ছাড়িয়ে করোনা মহামারিতে শীর্ষে অবস্থান করছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে অন্যান্য সিটির তুলনায় নিউইয়র্কে করোনায় আক্রান্তের সংখ্যা সর্বাধিক। প্রতিদিন বাড়ছে মৃতের সংখ্যা। গতকাল করোনায় আক্রান্ত হয়ে ৪ বাংলাদেশী মারা যান। তাদের জানাযা নিয়ে যখন পরিবারের সদস্যরা চিন্তিত। তখন এগিয়ে এলেন আন-নূর কালচারাল সেন্টার, নিউইয়র্কের প্রিন্সিপাল (বাংলাদেশী আলেম) মুফতী মুহাম্মদ ইসমাইল। তিনি একে একে করোনা ভাইরাসে মৃত্যুবরণকারী ৪ বাংলাদেশীর জানাযা নামায পড়ান। নিউইয়র্ক প্রবাসী বিভিন্ন সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে। 

Image may contain: 1 person, standing, beard and outdoor
জ্যাকসন হাইটস(খাবার বাড়ি) মসজিদের মুয়াজ্জিন বাবলু ভাই

এদিকে নিউইয়র্কের জ্যাকসন হাইটস(খাবার বাড়ি) দারুল হিদায়া মসজিদের মুয়াজ্জিন জনাব বাবলু গতকাল শুক্রবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন বলে নির্ভযোগ্য এক সূত্রে জানা গেছে।

জানাযা প্রসঙ্গে জানতে চাইলে নিউইয়র্ক থেকে মুফতী ইসমাইল জানান, ‘একজন আলেম হিসেবে মৃত মুসলমানের জানাযা পড়ানো আমার নৈতিক কর্তব্য। নিজের কর্তব্যবোধ থেকেই আমি জানাযা নামায পড়িয়েছি। ভবিষ্যতেও আমি এই কর্তব্য পালন করে যাব ইনশাল্লাহ’।

পূর্ববর্তি সংবাদকরোনা ভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে ২৭ হাজার ৩৪০ জন
পরবর্তি সংবাদবৃদ্ধ লোককে কান ধরে ওঠবস, নারী সহকারী কমিশনারকে অব্যাহতি