নিউইয়র্কে গত ২৪ ঘণ্টায় মারা গেছে ফটোসাংবাদিকসহ ৯ বাংলাদেশি

ইসলাম টাইমস ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার পর্যন্ত ২৪ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় একজন ফটোসাংবাদিকসহ মারা গেছেন নয় জন বাংলাদেশি।

নিউইয়র্কের সাংবাদিক নিহার সিদ্দিকী গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। মারা যাওয়া বাংলাদেশিদের পরিচয় প্রকাশ না করার জন্য তাদের পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। নিউ ইয়র্কের হাসপাতাল থেকে তথ্য পাওয়া অত্যন্ত দুরূহ হয়ে পড়েছে। হাসপাতালে ঢোকার অনুমতি নেই কাছের পরিজনদেরও। পুরো শহর লকডাউন থাকায় গুঞ্জন-গুজবে আতঙ্ক বাড়ছে।

নিউইয়র্ক এখন হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রে করোনভাইরাস সংক্রমণের মূল কেন্দ্রস্থল। সেখানে খুব দ্রুত মানুষের মধ্যে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। গতকাল পর্যন্ত নিউইয়র্কে প্রায় ৬০ হাজার মানুষের কোভিড-১৯ শনাক্ত হয়েছে, মারা গেছে প্রায় এক হাজার জন।

এর আগে শুক্রবার পর্যন্ত নিউইয়র্কে করোনায় আক্রান্ত হয়ে ১০ জন বাংলাদেশি মারা যাওয়ার খবর পাওয়া গিয়েছিল।

পূর্ববর্তি সংবাদকিশোরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেল দোকানসহ মহিলা মাদরাসা
পরবর্তি সংবাদকরোনা সংক্রমণ : কতটা ঝুঁকি নিয়ে কাজ করছেন স্বেচ্ছাসেবীরা