নারায়ণগঞ্জে দুদিন ধরে পড়ে থাকা লাশ দাফন করলেন তরুণ আলেমরা 

ইসলাম টাইমস ডেস্ক: নারায়ণগঞ্জে করোনা সন্দেহে দুইদিন ধরে পড়ে থাকা তিনটি লাশের দাফন সম্পন্ন করেছেন মাওলানা গাজী ইয়াকুবের নেতৃত্বাধীন তরুন আলেম কাফেলার সদস্যরা।

আজ (১১ এপ্রিল) তারা এ দাফন কাজ সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন মাওলানা গাজী ইয়াকুব।

তিনি জানান, নারায়ণগঞ্জ মাইসদার থেকে একজন কান্না জড়িত কন্ঠে  ফোন করে জানান আমাদের কবরস্থানে তিনটি লাশ পড়ে আছে যদি একটু ব্যবস্থা করে দিতেন।

খবর পেয়ে মাওলানা গাজী ইয়াকুবের কাফেলার নারায়ণগঞ্জ প্রতিনিধি মাওলানা আরিফুল ইসলাম, স্থানীয় কাউন্সিলর জনাব মাকসুদুল আলম ও মাওলানা আবু সাঈদ সহ অনান্যরা  গিয়ে প্রশাসনের সহায়তায় মৃতদের গোসল করিয়ে জানাজা-দাফনের ব্যবস্থা সম্পন্ন করেন।

মাওলানা গাজী ইয়াকুব আক্রান্তদের বিষয়ে বলেন, চিকিৎসকদের সাথে কথা বলে জেনেছি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর তিন-চার ঘন্টা পর তার শরীরে আর জীবাণু থাকে না। এজন্য আমরা কেউ কল করলে তিন-চার ঘন্টা পর তার জানাজা-দাফনের ব্যবস্থা করব।

পূর্ববর্তি সংবাদত্রাণ বিতরণের নামে অনিয়ম সহ্য করা হবে না: ওবায়দুল কাদেরের হঁশিয়ারি
পরবর্তি সংবাদএবার লকডাউন ঘোষণা করা হয়েছে সিলেট ও ব্রাহ্মণবাড়িয়ায়