ত্রাণ না পাওয়ায় চট্টগ্রামে বস্তিবাসীর বিক্ষোভ

ইসলাম টাইমস ডেস্ক: চট্টগ্রামে ত্রাণ না পাওয়ায় বিক্ষোভ করেছেন বস্তিবাসী। করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে চলা অবরুদ্ধ পরিস্থিতিতে সরকার ত্রাণ বরাদ্দ দিলেও তা না পাওয়ার কারণে তারা বিক্ষোভ করেন।

বুধবার (১৫ এপ্রিল) বিকালে হালিশহর থানার বড়পুল এলাকায় রাস্তায় জড়ো হয়ে এক ঘণ্টা যাবত বিক্ষোভ দেখান তারা। পরে ঘরে ত্রাণ পৌঁছানোর আশ্বাস দিয়ে তাদেরকে সরিয়ে দেয় পুলিশ।

নগর পুলিশের উপ-কমিশনার (পশ্চিম) ফারুকুল হক জানান, ছোটপুল এলাকার ইসলামীয়া ব্রিকফিল্ড সংলগ্ন কয়েকটি বস্তির লোকজন বেলা সাড়ে তিনটার দিকে ত্রাণের দাবিতে রাস্তায় এসে বিক্ষোভ শুরু করে। তারা বলেছে ২০ দিন হতে চললেও তারা সরকারি কোনো ত্রাণ সহায়তা পাননি। কেউ তাদের খোঁজও নেয়নি। সেজন্য আমরা বলেছি পুলিশ গিয়ে প্রত্যেকটি বস্তির পরিবারের তালিকা তৈরি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পৌঁছে দেবে। প্রায় ঘণ্টাখানেক তাদের বুঝিয়ে রাস্তা থেকে তুলে দেওয়া হয়।

পূর্ববর্তি সংবাদদক্ষিণ এশিয়ায় করোনার টেস্ট সবচেয়ে কম বাংলাদেশে, মৃত্যুর হার সবচেয়ে বেশি
পরবর্তি সংবাদরংপুর জেলা লকডাউন