তিন চিকিৎসকসহ নরসিংদীতে নতুন করে ২৭ জনের করোনা শনাক্ত

ইসলাম টাইমস ডেস্ক: নরসিংদীতে তিন চিকিৎসকসহ নতুন করে আরও ২৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট বরোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯২ জনে।

নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ১২ জন, বেলাবো উপজেলায় ৯ জন, শিবপুর উপজেলায় চারজন ও রায়পুরা উপজেলার দুজন রয়েছেন।

আজ শুক্রবার বিকেলে নরসিংদী জেলা করোনা প্রতিরোধ ইমারজেন্সি সেল প্রধান ও অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল কায়েস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার ৩৮ জনের নমুনা সংগ্রহ করে স্ব্যাস্থ্য বিভাগ। পরে সেগুলো আইইডিসিআরে পাঠানো হয়। তার মধ্যে থেকে আজ ২৭ জনের করোনা পজিটিভ আসে।’

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, নরসিংদী জেলায় এ পর্যন্ত ৩৬৩ জনের নমুনা সংগ্রহ করে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়। যার মধ্য থেকে এ পর্যন্ত ৯২ জনের রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্তদের নরসিংদী ১০০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালসহ জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে রাখা হয়েছে।

পূর্ববর্তি সংবাদলকডাউন: অর্থনীতির চাকা সচল রাখতে তুরস্কের ব্যতিক্রমী উদ্যোগ
পরবর্তি সংবাদএই দেশটা মইরা গেছে, তোর বাপ তো এখনো বাইচা আছে!