দেশে করোনায় আক্রান্ত ৯০ জন চিকিৎসক,কোয়ারেন্টাইনে ৩০০ স্বাস্থ্যকর্মী

ইসলাম টাইমস ডেস্ক: করোনায় দেশে এ পর্যন্ত ৯০ জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন।এছাড়া করোনায় আক্রান্ত রোগীর সংস্পর্শে এসে কোয়ারেন্টাইনে আছেন প্রায় ৩০০ জন স্বাস্থ্যকর্মী।

এরমধ্যে নিবিড় পরিচর্চা কেন্দ্রে (আইসিইউ) আছেন একজন। এছাড়াও মৃত্যু হয়েছে ডা. মো. মঈন উদ্দিন নামে এক চিকিৎসকের। এরমধ্যে তিনজন সুস্থ হয়ে ছুটি পেয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৫৩ জন। বাকিরা বাড়িতে আইসোলেশনে আছেন।

শুক্রবার গণমাধ্যমমকে এ তথ্য জানান বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের (বিডিএফ) প্রধান সমন্বয়ক ডা. নিরূপম দাশ।

ডা. নিরূপম দাশ জানান, রাজধানী ঢাকায় সর্বোচ্চ ৫০ জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন। এরপরে নারায়ণগঞ্জে ১২ জন। ময়মনসিংহে আক্রান্ত  হয়েছেন সাতজন। গাজীপুরের কালিগঞ্জে ছয়জন। বাকিরা দেশের অন্যান্য জেলায় আক্রান্ত হয়েছেন। এছাড়া করোনায় আক্রান্ত রোগীর সংস্পর্শে এসে কোয়ারেন্টাইনে আছেন প্রায় ৩০০ জন স্বাস্থ্যকর্মী।

পূর্ববর্তি সংবাদএই দেশটা মইরা গেছে, তোর বাপ তো এখনো বাইচা আছে!
পরবর্তি সংবাদলকডাউন: বিছানায় বসে অফিসের কাজ করার কিছু ক্ষতি, কিছু পরামর্শ