নেত্রকোণায় বজ্রপাতে শিশুসহ ২ জনের মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: নেত্রকোণার মদন উপজেলায় বজ্রপাতে শিশুসহ দুজনের মৃত্যু হয়েছে। এ সময় আরও দুজন আহত হয়েছেন।

শনিবার সকালে উপজেলা গোবিন্দশ্রী ইউনিয়নের বারগরিয়া গ্রামে ও আঘাকান্দার নামক হাওরে এ ঘটনা ঘটে।

নিহত ইয়াহিয়া (২৬) উপজেলা গোবিন্দশ্রী ইউনিয়নের বারগরিয়া গ্রামের (রাজালীকান্দা পশ্চিম পাড়ার) মঞ্জুরুল হকের ছেলে ও শিশু রায়হান (১৩) একই গ্রামের সেলিম মিয়ার ছেলে।

আহতরা হলেন- কুলিয়াটি গ্রামের রতন মিয়ার ছেলে কৃষক সোহান (২৬) ও গোবিন্দশ্রী গ্রামের রেনু মিয়ার ছেলে দূর্যয় (১২)। তাদের মদন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইউপি মেম্বার কাজল মিয়া জানান, সকালে গোবিন্দশ্রী হাওরের বাওয়াইশা বিলে ইয়াহিয়া ধান কাটতে গেলে তুমুল ঝড়বৃষ্টি ও বজ্রপাত হয়। এসময় কৃষক ইয়াহিয়া আহত হলে তাকে মদন উপজেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে গোবিন্দশ্রী আঘাকান্দার নামক হাওরে চাচা আলীমের সঙ্গে বোরো জমি দেখতে গিয়ে রায়হান বজ্রপাতে মারা যায়।

মদন থানার ওসি মো. রমিজুল হক জানান, শনিবার সকালে গোবিন্দশ্রী হাওরে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে শুনেছি।

পূর্ববর্তি সংবাদইসরাইলের কারাগারে আটক ফিলিস্তিনি বন্দীদের করোনা থেকে সুরক্ষা দিন: জাতিসংঘ 
পরবর্তি সংবাদলকডাউনের বিরুদ্ধে আমেরিকায় মিছিল !