এবার সৌদি গণমাধ্যম নিষিদ্ধ করল তুরস্ক

ইসলাম টাইমস ডেস্ক: সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ  এবং সংযুক্ত আরব আমিরাতের বার্তা সংস্থার ওয়াম-এর  ওয়েবসাইট নিষিদ্ধ করেছে তুরস্ক সরকার। এই নিষেধাজ্ঞার ফলে তুরস্ক থেকে কেউ এখন আর সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের এর দুটি বার্তা সংস্থা ব্যবহার করতে পারবেন না। খবর পার্সটুডের।

সৌদি আরবের প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের ব্যাপারে তুরস্ক এবং সৌদি আরবের ভেতরে দীর্ঘদিন ধরে বড় রকমের টানাপড়েন চলে আসছে। তার ধারাবাহিকতায় সম্প্রতি তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এবং টিআরটি নামে আরেকটি সংবাদমাধ্যম নিষিদ্ধ করে। এর পাল্টা ব্যবস্থা হিসেবে তুরস্ক সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ এবং সংযুক্ত আরব আমিরাতের বার্তা সংস্থা ওয়াম নিষিদ্ধ করল।

গত ১২ এপ্রিল তুরস্কের একটি আদালত সৌদি আরবের প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের জন্য দায়ী করে তাদের বিরুদ্ধে সাজা ঘোষণা করে। এর মধ্যে সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের অত্যন্ত ঘনিষ্ঠ দুই ব্যক্তি রয়েছেন। এরপর সৌদি আরব তুরস্কের গণমাধ্যম বন্ধ করে দেয়।

পূর্ববর্তি সংবাদইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকুন: ট্রাম্পকে জারিফ
পরবর্তি সংবাদপ্রথম আলোর সংবাদকর্মী করোনা আক্রান্ত: প্রধান কার্যালয় বন্ধ!