ত্রাণের দাবিতে রংপুরে সড়ক অবরোধ, বিক্ষোভ

ইসলাম টাইমস ডেস্ক: ত্রানের দাবিতে রংপুরে বিভিন্নস্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে কর্মহীন হয়ে পড়া অসহায় দিনমজুর ও নিম্নআয়ের মানুষেরা।

সোমবার দুপুরে রংপুর নগরীর চারতলা মোড় ট্রাক স্ট্যান্ড সড়ক, বদরগঞ্জ রোডের মুন্সির মোড়সহ পৃথক চারটি স্থানে খাদ্যের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শত শত নারী-পুরুষ।

এসব মানুষের অভিযোগ, এখন পর্যন্ত তাদের কাছে সরকারি, বেসরকারি উদ্যোগে বিতরণ করা কোন খাদ্য সহায়তা পৌঁছেনি। পরিবার পরিজন নিয়ে খেয়ে না খেয়ে মানবেতর দিন কাটছে তাদের।

বিক্ষুব্ধদের অভিযোগ, করোনা সংক্রমণ রোধে তারা এক মাসেরও বেশী সময় ধরে বাড়িতে আছেন। কিন্তু এই কর্মহীন সময়ে পরিবার পরিজন নিয়ে খেয়ে না খেয়ে কষ্টে দিনযাপন করলেও এখন পর্যন্ত কোন ত্রাণ সহায়তা তাদের দেয়া হয়নি।

বিক্ষোভের খবর পেয়ে বেলা সাড়ে এগারোটায় একজন নির্বাহি ম্যাজিস্ট্রেটের নেতৃত্ব কোতয়ালী থানার ওসি আব্দুর রশিদ নজিরেরহাটে মুন্সির মোড়ে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা করেন। এসময় দ্রুত সময়ের মধ্যে খাদ্য সরবরাহ করার আশ্বাস পেয়ে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ তুলে নিয়ে বাড়ি ফিরে যান।

পূর্ববর্তি সংবাদপ্রথম আলোর সংবাদকর্মী করোনা আক্রান্ত: প্রধান কার্যালয় বন্ধ! 
পরবর্তি সংবাদসরকারি হিসাবের বাইরেও যুক্তরাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন প্রায় ৭ হাজার মানুষ!