সার্সের তুলনায় করোনা আক্রান্তরা সেরে ওঠার পর ‘বেশি ভালো থাকছেন’

ইসলাম টাইমস ডেস্ক: হংকংয়ের প্রখ্যাত শ্বাসতন্ত্র বিশেষজ্ঞ ডা. ডেভিড হুই শু-চেয়ং বলেছেন, সার্স ভাইরাসের তুলনায় কভিড-১৯ বা নভেল করোনাভাইরাস থেকে সেরে ওঠা রোগীদের স্বাস্থ্য বেশ ভালোই থাকছে। তাদের ফুসফুসও ঠিক মতোই কাজ করছে। অর্থাৎ, সার্স ভাইরাসে আক্রান্তদের চেয়ে করোনাভাইরাসে আক্রান্তরা সেরে ওঠার পর বেশি ভালো থাকছেন।

সাউথ চায়না মর্নিং পোস্টকে ডা. ডেভিড বলেছেন, নভেল করোনাভাইরাস মহামারির বিরুদ্ধে আরও অনেকদিন লড়াই করতে হতে পারে। কোভিড-১৯ এর টিকা আসতে আরও কয়েক মাস লেগে যেতে পারে। ততদিন পর্যন্ত সংক্রমণ ঠেকাতে মাস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

ডা. ডেভিড আরও বলেন, পৃথিবীর দক্ষিণ গোলার্ধে জুন মাস থেকেই শীতকাল শুরু হবে। তখন ওই অঞ্চলে ফের কোভিড-১৯ এর সংক্রমণ ছড়াতে পারে। একই ঘটনা হংকংয়ে ঘটতে পারে ডিসেম্বরে শীত শুরু হলে।

চাইনিজ বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. ডেভিড। এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একত্রে গবেষণা কাজে জড়িত অস্ট্রেলিয়ার প্রিন্স অব ওয়েলস হাসপাতাল। এই হাসপাতালে নভেল করোনাভাইরাস বা কোভিড-১৯ এ আক্রান্তদের চিকিৎসা দেওয়া হয়। কোভিড-১৯ থেকে সেরে ওঠার পর কয়েকজনকে (১০ জনের বেশি) পর্যবেক্ষণে রেখে দেখা গেছে, তাদের শরীর শতভাগ সুস্থ আছে। ফুসফুসও ঠিকমতো কাজ করছে।

পূর্ববর্তি সংবাদরোযার বিধান প্রবর্তনে ইসলামের অনন্য বৈশিষ্ট্য, বস্তুবাদ ও ধর্মীয় বোঝাপড়া
পরবর্তি সংবাদএখনো করোনা রোগী শনাক্ত হয়নি যে চার জেলায়