করোনায় আক্রান্ত হলেন গিনি-বিসাউয়ের প্রধানমন্ত্রী ও ৩ মন্ত্রী

Independent presidential candidate Nuno Gomes Nabiam addresses his closing campaihn appearance on May 16 2014 in Bissau. Guinea-Bissau will pick between two presidential hopefuls on May 19, 2014 in a run-off vote to decide who is best-placed to return stability to a country plagued by drugs and upended in a military coup two years ago. Former finance minister Jose Mario Vaz won the first round on April 13 -- the first presidential vote since the army put a stop to the 2012 election -- but failed to get an outright majority and faces runner-up Nuno Gomes Nabiam in the run-off. AFP PHOTO / SEYLLOU (Photo by SEYLLOU / AFP)

ইসলাম টাইমস ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ গিনি-বিসাউয়ের প্রধানমন্ত্রী নুনো গোমেজ নাবিয়ামসহ দেশটির তিন মন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রিপোর্ট হাতে আসার পর পরই প্রধানমন্ত্রী নুনো ও তার তিন মন্ত্রীকে রাজধানী বিসাউয়ের একটি হোটেলে কোয়ারেন্টিনে নেয়া হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বুধবার রাতে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা।

সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে জানানো হয়েছে, করোনার উপসর্গ দেখা দিলে গিনি-বিসাউয়ের প্রধানমন্ত্রী নুনো গোমেজ নাবিয়াম ও তার মন্ত্রিপরিষদের তিন সদস্যের নমুনা সংগ্রহ করে টেস্ট করা হয়। মঙ্গলবার তাদের চারজনেরই ফল পজিটিভ আসে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী অ্যান্তোনিও দুয়েনা নাগরিকদের সতর্ক করেছেন, গিনি-বিসাউয়ে করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া করোনাবিষয়ক সব নির্দেশনা মেনে চলতে বলা হচ্ছে।

পশ্চিম আফ্রিকার এ দেশটিকে মহামারীর সংক্রমণ এখনও প্রকট আকারে শুরু হয়নি।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্যানুযায়ী, দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা এখন ২০৫ জন। মারা গেছেন একজন। সুস্থ হয়েছেন ১০ জন। ১৮৫ জন চিকিৎসাধীন থাকলেও তাদের কারও অবস্থা তেমন গুরুতর নয়।

পূর্ববর্তি সংবাদকাদিয়ানিদেরকে সংখ্যালঘু কমিশনে অন্তর্ভুক্ত করল ইমরান সরকার, তীব্র প্রতিক্রিয়া বিভিন্ন মহলে
পরবর্তি সংবাদগার্মেন্টস মালিকদের স্বাস্থ্যবিধি মেনে ফ্যাক্টরি চালানোর আহ্বান জানালেন ওবায়দুল কাদের