সিদ্ধিরগঞ্জে জমি নিয়ে বিরোধ, দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

ইসলাম টাইমস ডেস্ক: সিদ্ধিরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে।

শুক্রবার সকাল ১০টার দিকে পাইনাদী সিআইখোলা এলাকায় ওই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদেরকে উদ্ধার করে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পাইনাদী সিআইখোলা এলাকার রেজাউল করিমের সঙ্গে একই এালাকার কসাই আয়নালের একটি জমি নিয়ে বিরোধ চলছিল।

শুক্রবার সকালে বিরোধপূর্ণ জমিতে কাজ করার প্রস্তুতি নিচ্ছিল রেজাউল করিম। খবর পেয়ে কসাই আয়নাল লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের উপর হামলা করে।

এ সময় উভয় পক্ষের মধ্য ধাওয়া পাল্টা-ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়।

আহতদের মধ্যে গুরুতর রেজাউল করিম, ইকবাল হোসেন, হালিমা আক্তার তুলি, নবী হোসেন, ইসাছিন, গুলে নূর, রিয়াজ, ইসলাম, শান্ত ও সাহাব উদ্দিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফরিদ উদ্দিন জানান, জমি সংক্রান্ত বিরোদের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়। উভয় পক্ষকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে।

পূর্ববর্তি সংবাদশ্রীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট
পরবর্তি সংবাদরাজধানীমুখী মানুষের জনস্রোত অব্যাহত