করোনা পরিস্থিতিতে চলতি রমযানে কানাডার তিন শহরে উচ্চস্বরে আযানের অনুমতি

ইসলাম টাইমস ডেস্ক: করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে চলতি রমযান মাসে কানাডার তিন শহরে উচ্চস্বরে মাগরিবের আযান প্রচারের অনুমতি দেয়া হয়েছে। টরন্টো, অটোয়া এবং মিসিসাওগা সিটি কাউন্সিল পৃথকভাবে এই অনুমোদন দেয়। আগামী ২৩ মে পর্যন্ত এই সুবিধা বহাল থাকবে বলে জানানো হয়েছে।

মিসিসাওগার মেয়র বনি ক্রমবি ফেসবুক পোস্টে আজান প্রচারের অনুমতি দেয়ার কথা উল্লেখ করে বলেছেন, মিসিসাওগার মসজিদ এবং যে কোনো ভবনে সূর্যাস্তের সময় সংক্ষিপ্তভাবে উচ্চস্বরে আযান প্রচার করা যাবে।

অন্য দুটি শহরে কেবল মসজিদে আজানের অনুমতি দেয়া হয়েছে।

অন্যদিকে কানাডার অন্টারিও প্রদেশে বাংলাদেশি মুসলিম সম্প্রদায়ের সদস্যদের ফিউনারেল প্রক্রিয়া বা দাফন কার্য সহজ করতে ‘বাংলাদেশ মুসলিম ফিউনারেল সার্ভিসেস’ নামে একটি অলাভজনক সেবামূলক সংগঠন অন্টারিওতে তাদের কার্যক্রম শুরু করেছে।

পূর্ববর্তি সংবাদযুক্তরাষ্ট্রে লকডাউন বিরোধী সশস্ত্র বিক্ষোভ, সমর্থন দিলেন ট্রাম্প
পরবর্তি সংবাদকরোনায় আরও এক পুলিশ সদস্যের মৃত্যু