কারখানাতে শ্রমিক ছাঁটাই প্রসঙ্গে ওবায়দুল কাদের: ‘এমন তো হওয়ার কথা ছিল না’

ইসলাম টাইমস ডেস্ক: করোনা পরিস্থিতিতে দেশের বিভিন্ন কারখানাতে শ্রমিক ছাঁটাই এবং কারখানায় লে-অফের ঘটনা ঘটছে। এ বিষয়ে বিস্ময় প্রকাশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এমন তো হওয়ার কথা ছিল না। তৈরি পোশাক কারখানাগুলো চালু করার আগে মালিকরা প্রতিশ্রুতি দিয়েছিলেন এ সংকটে কোনো প্রকার শ্রমিক ছাঁটাই ও লে-অফ করা হবে না।

শনিবার (২ মে) সংসদ ভবনের সরকারি বাসভবন থেকে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, গতকাল দেখলাম গাজীপুরে একটি কারখানায় লে-অফ ঘোষণা করা হয়েছে। এটা তো হওয়ার কথা ছিল না। তৈরি পোশাক কারখানাগুলো চালু করার আগে মালিকরা প্রতিশ্রুতি দিয়েছিলেন এ সংকটে কোনো প্রকার শ্রমিক ছাঁটাই ও লে-অফ করা হবে না। তাছাড়া ঢাকার আশপাশের শ্রমিকদের দিয়ে কাজ করানোর কথা ছিল এবং বিভিন্ন জেলা ও গ্রামে যে সকল শ্রমিক চলে গেছে তাদের বেতনের কিছু অংশ দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল।

মালিকদের উদ্দেশ্য বলেন, সরকার আপনাদের পাশে আছে, কাজেই শ্রমিক ভাই বোনদের পাশে থাকুন, প্রতিশ্রুতি রক্ষা করুন। শ্রমিক ছাঁটাই করবেন না।

পূর্ববর্তি সংবাদভারতে ২৪ ঘণ্টায় রেকর্ড ২২৯৩ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৭১
পরবর্তি সংবাদনবম তারাবি: পবিত্র কোরআন অকাট্য, নির্ভুল এবং ধ্রুব সত্য