ভারতে ২৪ ঘণ্টায় রেকর্ড ২২৯৩ জনের করোনা শনাক্ত, মৃত্যু ৭১

ইসলাম টাইমস ডেস্ক: ভারতে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ২ হাজার ২৯৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। যা একদিনে দেশটিতে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড।  একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭১জন।

এনিয়ে দেশটিতে শনিবার সকাল পর্যন্ত করোনায় ৩৭ হাজার ৩৩৬ জন আক্রান্ত হয়েছে এবং মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২১৮ জনে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানায়।

মোট আক্রান্তদের মধ্যে ৯ হাজার ৯৫১ জন করোনামুক্ত হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন এবং আক্রান্তদের ১১১ জন বিদেশী নাগরিক।

এদিকে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে ভারতে ৩ মে পর্যন্ত পূর্ব ঘোষিত লকডাউনের মেয়াদ আরো দুই সপ্তাহের জন্য বাড়িয়ে ১৭ মে পর্যন্ত করা হয়েছে।

গতকাল শুক্রবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় লকডাউনের মেয়াদ বাড়ার বিষয়টি উল্লেখ করে জানিয়েছে, লকডাউন বাড়লেও অঞ্চলভিত্তিক কিছু নিয়মে পরিবর্তন আনা হচ্ছে। সংক্রমণের হার ও ঝুঁকি বিবেচনায় জেলাগুলোকে রেড (হটস্পট), গ্রিন ও অরেঞ্জ জোনে ভাগ করা হবে। গ্রিন ও অরেঞ্জ জোনে কড়াকড়ি কিছুটা কম থাকবে।

পূর্ববর্তি সংবাদকরোনায় আরও এক পুলিশ সদস্যের মৃত্যু
পরবর্তি সংবাদকারখানাতে শ্রমিক ছাঁটাই প্রসঙ্গে ওবায়দুল কাদের: ‘এমন তো হওয়ার কথা ছিল না’