করোনাভাইরাস: পরীক্ষার ফলাফল শতভাগ নিশ্চিত না

ইসলাম টাইমস ডেস্ক : করোনাভাইরাসে বিশ্বব্যাপী যে পদ্ধতিতে নমুনা পরীক্ষা করা হচ্ছে সেটায় শতভাগ নিশ্চিত ফলাফল পাওয়া যায় না। এ কারণেই বিশ্বব্যাপী বার বার টেস্ট করার ওপর জোর দেয়া হচ্ছে।

বাংলাদেশে যেখানে বারবার টেস্ট করার সুযোগ সীমিত সেখানে টেস্টের এই ভুল ফলাফলের একটা বিরূপ প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

সম্প্রতি ঢাকায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক বেসরকারি ব্যাংক কর্মকর্তা মারা যান।

তিনি বেশ কিছুদিন ধরে জ্বর ও কাশিতে ভোগায় চিকিৎসকের পরামর্শে তার নমুনা পরীক্ষা করিয়েছিলেন।

কিন্তু পর পর দুইবারের পরীক্ষাতেই ফলাফল এসেছিল নেগেটিভ।

কিন্তু পরিস্থিতি ক্রমেই অবনতি হওয়ায় পরে তাকে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে তৃতীয় দফায় তার নমুনা পরীক্ষায় জানা যায় তিনি আসলে করোনাভাইরাস পজিটিভ। এ রকম উদাহরণ কম নেই।

করোনাভাইরাস পরীক্ষায় অন্যান্য দেশের মতো বাংলাদেশেও “আরটি-পিসিআর” পদ্ধতি ব্যবহার করা হয়।

এ ধরণের পরীক্ষায় কখনও শতভাগ নিশ্চিত ফলাফল পাওয়া যায় না বলে জানিয়েছেন সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ আরিফুল বাশার।

তার মতে “আরটি-পিসিআর” পদ্ধতিতে ৩০% ফলাফল ভুল হওয়ার আশঙ্কা থাকে।

পূর্ববর্তি সংবাদনীলফামারীতে গত ২৪ ঘণ্টায় ৫ ব্যাংক কর্মকতার করোনা শনাক্ত
পরবর্তি সংবাদজামালপুরে এসি ল্যান্ডসহ আরও ৭জনের করোনা শনাক্ত