কক্সবাজারে আবাসিক হোটেল থেকে তুর্কী নাগরিকের লাশ উদ্ধার

প্রতীকী ছবি

ইসলাম টাইমস ডেস্ক :  কক্সবাজার শহরের কলাতলীর একটি আবাসিক হোটেল থেকে এক তুরস্ক নাগরিকের লাশ উদ্ধার করা হয়েছে।

মৃত ওই বিদেশির নাম ডুরাল বে (৫০)। তিনি বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে তুরস্কের ফিল্ড হসপিটালে আইটি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

রোববার সন্ধ্যায় ‘স্যুইট সাদাফ’ হোটেলের ৭০২নং কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

কক্সবাজার সদর মডেল থানার ওসি শাহজাহান কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রাথমিকভাবে তিনি স্ট্রোক করেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে রয়েছে। পরবর্তী ব্যবস্থা শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

তবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা তা জানতে তার নমুনা সংগ্রহ করা হয়েছে। সোমবার ওই নমুনা পরীক্ষা করা হবে কক্সবাজারের করোনা পরীক্ষার ল্যাবে।

পূর্ববর্তি সংবাদচট্টগ্রাম বন্দরে নজরদারিতে থাকা কন্টেইনার ভর্তি পণ্য উধাও
পরবর্তি সংবাদসংক্রমণ কমে যাওয়ায় জরুরি অবস্থা তুলে নিচ্ছে স্লোভেনিয়া