করোনায় আক্রান্ত ৯৯৪ স্বাস্থ্যকর্মী এবং ৫৬ গণমাধ্যমকর্মী

ইসলাম টাইমস ডেস্ক: করোনা পরিস্থিতিতে সামনে থেকে যারা কাজ করছেন তাদের মধ্যে বাড়ছে সংক্রমণ। এ কারণে বাড়ছে উদ্বেগ।

এখন পর্যন্ত ডাক্তারসহ ৯৯৪ স্বাস্থ্যকর্মী কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। আর পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দেশের ৩১টি গণমাধ্যমের অন্তত ৫৬ জন কর্মীর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। পাঁচজনের বেশি পুলিশ সদস্যের মৃত্যুও হয়েছে করোনায় আক্রান্ত হয়ে।

ভাইরাস মোকাবিলায় শনাক্তকরণ পরীক্ষার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হলেও দিন দিন চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের কোভিড-১৯-এ আক্রান্ত হওয়ার পরিমাণ বাড়ায় বাড়ছে উদ্বেগ।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) তথ্য অনুযায়ী, রবিবার পর্যন্ত দেশে ডাক্তারসহ ৯৯৪ স্বাস্থ্যকর্মী কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) দফতর সম্পাদক অধ্যাপক ডা. শহিদ উল্লাহ।

পূর্ববর্তি সংবাদসাধারণ ছুটি ১৫ মে পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদজনগণকে করোনার সঙ্গে বসবাসের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানালেন কেজরিওয়াল