ব্রাহ্মণবাড়িয়ায় নারী, শিশুসহ এক পরিবারের ১০ জন করোনায় আক্রান্ত

ইসলাম টাইমস ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নারী, শিশুসহ এক পরিবারের ১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

সোমবার দুপুরে আইইডিসিআর থেকে পাঠানো রিপোর্টে ওই পরিবারের নারী-শিশুসহ ১০ জন এবং এক স্বাস্থ্য-সহকারীর করোনা রিপোর্ট পজিটিভ আসে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমান জানান, নবীনগর উপজেলার জাফরপুর গ্রামের মুক্তিযোদ্ধা মোসলেম মিয়ার পরিবারের দশজন করোনায় আক্রান্ত হন। এছাড়া আক্রান্ত হয়েছেন নবীনগর সরকারী হাসপাতালের স্বাস্থ্য সহকারী জুনাইদ।

৩০ এপ্রিল মুক্তিযোদ্ধা মোসলেম মিয়া ও তার ছেলে করোনায় আক্রান্ত হওয়ার পর তাদের ব্রাহ্মণবাড়িয়ায় আইসোলেশনে রাখা হয়। এরপর তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হলে তাদের রিপোর্ট পজিটিভ আসে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বলেন, এই তথ্য আসার পরপরই আক্রান্ত ব্যক্তিদের আইসোলেশনে নেয়ার বিষয়ে বলা হয়েছে। এছাড়া আশপাশের বাড়ি ও গ্রামের লোকজনদের নিরাপদে থাকার জন্য প্রশাসনের পক্ষ থেকে এলাকায় মাইকিং করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদসীমিত পরিসরে সারাদেশে দোকানপাট-শপিং মল খুলবে ১০ মে
পরবর্তি সংবাদসুনামগঞ্জে নিজের বেতনের টাকায় শতাধিক হতদরিদ্রকে খাওয়ালেন পুলিশ সদস্য