দোকান মালিক সমিতির আবেদনের প্রেক্ষিতেই মার্কেট খোলার সিদ্ধান্ত: বাণিজ্যমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: দোকান মালিক সমিতির আবেদনের প্রেক্ষিতেই ঈদকে সামনে রেখে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে আগামী ১০ মে থেকে সকাল ১০টা হতে বিকেল ৪টা পর্যন্ত দোকান-পাট ও শপিংমল খোলার অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেন, তবে ইতিমধ্যে বড় দুটি শপিংমল সিদ্ধান্ত নিয়েছে তারা মল খুলবে না। এটা তাদের নিজস্ব সিদ্ধান্ত। কেউ যদি মনে করে দোকান খোলা ঠিক হবে না, তারা খুলবে না। তবে যারা খুলবে তাদেরকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

বৃহস্পতিবার (৭ মে) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশের চলমান পরিস্থিতিতে ব্যবসা বাণিজ্য বিষয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

মার্কেট খোলার অনুমতি দেওয়া হলেও গণপরিবহন বন্ধ রাখা হয়েছে তাহলে ক্রেতা মার্কেটে আসবে কিভাবে এমন প্রশ্নে তিনি বলেন, আসলে যিনি যে এলাকার বাসিন্দা তিনি সে এলাকার মার্কেটে প্রয়োজনীয় জিনিসপত্র কিনবে এ জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

পূর্ববর্তি সংবাদলকডাউনের সুযোগে বনবিভাগের ট্রলারেই সুন্দরবনের গাছ কেটে পাচার
পরবর্তি সংবাদজার্মানি মহামারীর প্রথম পর্যায় অতিক্রম করে ফেলেছে: মরকেল