মুসলিম রোগীদের চিকিৎসা দেবে না ভারতের উত্তর প্রদেশের ডাক্তাররা!

ইসলাম টাইমস ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের ডাক্তাররা মুসলিম রোগীদের চিকিৎসা দিবেন না বলে জানিয়েছেন প্রদেশটির চিকিৎসকরা। দেশটিতে বেড়েই চলেছে মুসলিম বিদ্বেষ থামার যেন কোন নাম নেই।খবর ডেইলি জং-এর।

জং-এর খবরে বলা হয়েছে, উত্তর প্রদেশে ডাক্তাররা রোগীদের জানিয়েছেন, মুসলিম রোগীদের চিকিৎসা না দিতে তাদের উপর থেকে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে ভারতের হরিয়না প্রদেশেও মুসলিম বিদ্বেষের খবর পাওয়া গেছে। সেখানে এক গ্রামে মুসলিমদের নিয়ে করা সহানুভূতি মূলক পোস্টে লাইক দেওয়ার কারণে উগ্র হিন্দুত্ববাদীরা এক মুসলিম যুবকের উপর হামলা চালিয়েছে এবং তার দোকান আগুনে পুড়িয়ে দিয়েছে।

এর আগে গুজরাটের সবথেকে বড় শহর আহমদাবাদে মুসলিম রোগীদের হিন্দু রোগীর ওয়ার্ড থেকে আলাদা করে দেওয়া হয়।

সম্প্রতি মার্কিন কমিশন বুরো তাদের ২০২০-এর এক প্রতিবেদনে জানিয়েছে, বিশ্ব দরবারে ভিন্ন ধর্মাবলম্বীদের জন্য বিপদজনক দেশ বলে পরিচিত হচ্ছে ভারত।

আরো পড়ুন: করোনায় মুসলিম বিদ্বেষ: এবার মহারাষ্ট্রে নিষিদ্ধ করা হলো উচ্চস্বরে আযান

ডেইলি জং অবলম্বনে:  রায়হান মুহাম্মদ

পূর্ববর্তি সংবাদসৈয়দপুরে নকল ওষুধ কারখানা মালিকের ১ বছরের কারাদণ্ড
পরবর্তি সংবাদপটুয়াখালীতে ৮০ বছরের বৃদ্ধাসহ একই পরিবারের ৫ জন করোনা থেকে সুস্থ