সৈয়দপুরে নকল ওষুধ কারখানা মালিকের ১ বছরের কারাদণ্ড

ইসলাম টাইমস ডেস্ক: নীলফামারীর সৈয়দপুরে নকল ঔষধ প্রস্তুতের দায়ে মো. আতিয়ার রহমানকে (৪৬) ১ বছরের কারাদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতবার উপজেলার বাস টার্মিনাল এলাকায় মাহমুদা প্লাজায় অবৈধ কারখানাটি বন্ধ করে দেয়।

বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকারের নেতৃত্বে র‍্যাবের একটি দল। এসময় রেক্সটন ফার্মা নামের একটি অবৈধ কারখানা থেকে বেশ কিছু নকল ঔষুধ জব্দ করে। পরে ওই কোম্পানির মালিক মো. আতিয়ার রহমানকে নকল ওষুধ প্রস্তুত ও বাজারজাত করার অপরাধে এক বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আদালত সূত্র জানায়, দীর্ঘদিন থেকে ওই ওষুধ কারখানায় আতিয়ার রহমান নকল ওষুধসহ বিভিন্ন যৌন উত্তেজক পানীয় বা এনার্জি ড্রিংকস তৈরি করে দেশের উত্তরাঞ্চলে বাজারজাত করে আসছিল।

পূর্ববর্তি সংবাদসরকারি কর্মকর্তাদের নতুন ফেসবুক নির্দেশনা: বিরূপ মন্তব্য করলে ব্যবস্থা
পরবর্তি সংবাদমুসলিম রোগীদের চিকিৎসা দেবে না ভারতের উত্তর প্রদেশের ডাক্তাররা!