করোনার মধ্যেই খুলনায় বাড়ছে ডেঙ্গু মশার উপদ্রব

ইসলাম টাইমস ডেস্ক:  করোনার মধ্যেই ডেঙ্গু মশার উপদ্রব বাড়ায় উদ্বেগে খুলনা নগরবাসী। প্রশ্ন আছে, ডেঙ্গু থেকে সুরক্ষার প্রস্তুতি নিয়েও। করোনার মধ্যেই খুলনায় আতঙ্ক ছড়াচ্ছে ডেঙ্গু। তবে সিটি মেয়রের দাবি, মশা নিধন কার্যক্রম জোরদার করা হচ্ছে।

খুলনা নগরীর বিভিন্ন স্থানে এভাবেই জমে থাকছে বৃষ্টির পানি। যা পরিণত হচ্ছে এডিস মশার প্রজনন ক্ষেত্রে। বর্ষা আসার আরও মাস খানেক বাকি। এরইমধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে মানুষ।

গত বছর ডেঙ্গু রোগীদের চিকিৎসায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ ভবনে ছিল ১২০টি শয্যা। এবার সেখানে সেবা দেয়া হচ্ছে করোনা সন্দেহভাজনদের। এছাড়া ডেঙ্গু রোগীদের রক্তের প্লাটিলেট পরীক্ষার রি-এজেন্ট নেই হাসপাতালের প্যাথলজি বিভাগে।

যদিও হাসপাতালের পরিচালক বলছেন, ডেঙ্গু নিয়ে তাদের প্রস্তুতি রয়েছে। আর সিটি মেয়রের দাবি, জোরদার করা হচ্ছে মশা নিধন কার্যক্রম। খুলনায় গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল দুই হাজারের বেশি মানুষ। মারা যায় ২৬ জন।

পূর্ববর্তি সংবাদতিন ধাপে শিথিল হচ্ছে অস্ট্রেলিয়ার লকডাউন
পরবর্তি সংবাদজীবিকার তাগিদে ঢাকামুখী মানুষের ঢল