করোনা ভাইরাস : মক্কা-মদীনায় স্থাপন করা হল বিশেষ প্রবেশদ্বার

ইসলাম টাইমস ডেস্ক: করোনা ভাইরাস সংক্রমণ রোধে মক্কা শরীফের মসজিদুল হারামে ও  মদীনায় মসজিদে নববীতে  বিশেষ   প্রবেশদ্বার স্থাপন করা হয়েছে। যাতে স্বয়ংক্রিয়ভাবে প্রবেশকারীকে জীবাণুমুক্ত করা হবে। মিডল ইস্ট মনিটর।

সৌদি ২৪ এর বরাত দিয়ে পত্রিকাটি জানায়, মসজিদুল হারামে ও মসজিদে নববীতে স্বয়ংক্রিয় জীবাণুমুক্তকারী প্রবেশদ্বার স্থাপন করা হয়েছে। এবং এই প্রবেশদ্বার স্থাপন করোনা সংক্রমণ রোধে গৃহীত পদক্ষেপের একটি অংশ বিশেষ।

Self sterilisation portals launched in Masjid Al Haram. The portal sterilises people with antiseptic spray, and is equipped with a smart screen and thermal cameras to detect temperatures from 6 meters away. If the trial is successful they will be used at the other entrances.

ইতিমধ্যে এই দুই মসজিদের প্রবেশদ্বার উদ্বোধনও সম্পন্ন হয়েছে।

প্রবেশদ্বারগুলোতে এন্টিসেপটিক থাকার পাশপাশি প্রবেশকারীর তাপমাত্রা মাপার জন্যে ক্যামেরা থাকবে, যাতে প্রবেশকারীর তাপমাত্রা জানা যাবে।

পূর্ববর্তি সংবাদহেলায় হেলায় না কাটুক আমাদের রমযান
পরবর্তি সংবাদলকডাউন তুলে নিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছয় পরামর্শ