গাজীপুরে করোনা থেকে সুস্থ হলেন ১১৮ জন

ইসলাম টাইমস ডেস্ক: গাজীপুরে ৩ হাজার ৬৪১ জনের নমুনা পরীক্ষায় ৩৩৬ জনের মধ্যে কোভিড-১৯ রোগ পজিটিভ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১১৮ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

গাজীপুরের সিভিল সার্জন মো. খায়রুজ্জামান জানান, সর্বশেষ তথ্যানুয়াযী গাজীপুরে করোনা সংক্রমণের প্রাথমিক লক্ষণ পেয়ে ৩ হাজার ৬৪১ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়। পরে তাদের মধ্য থেকে ৩৩৬ জনের দেহে করোনা সংক্রমণ পাওয়া গেছে। আর ইতিপূর্বে পজিটিভ হওয়ার পর আইসোলেশন থেকে ১১৮ জন সুস্থ হয়েছেন। তাদের ছাড়পত্র দেয়া হয়েছে।

বর্তমানে আইসোলেশনে আছেন ২১৮ জন। এর মধ্যে হাসপাতালে চারজন এবং হোম আইসোলেশনে আছেন ২১৪ জন। আর করোনা আক্রান্ত হয়ে দুইজন মারা গেছেন।

করোনাভাইরাস থেকে মুক্ত হয়ে সুস্থ হওয়া ১১৮ ব্যক্তির মধ্যে ৭ জন চিকিৎসক রয়েছেন। সুস্থ হওয়াদের মধ্যে কাপাসিয়া উপজেলায় ৪৬ জন, কালীগঞ্জ উপজেলায় ৩৭ জন, গাজীপুর সদরের (মহানগর) ১৩ জন, শ্রীপুর ১৩ জন এবং কালিয়াকৈর ৯ জন। সংশ্লিষ্ট উপজেলার ইউএনও ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

পূর্ববর্তি সংবাদচট্টগ্রামে এক দিনেই ৪০ জনের করোনা পজিটিভ
পরবর্তি সংবাদকেনিয়ায় বন্যায় ২০০ জনের মৃত্যু