ঢাকা ছেড়েছেন ২২০ অস্ট্রেলিয়ান, মেলবোর্ন থেকে ফিরেছেন ১৫৭ বাংলাদেশি

ইসলাম টাইমস ডেস্ক: করোনা পরিস্থিতিতে আন্তর্জাতিক বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকায় অস্ট্রেলিয়ায় আটকেপড়া ১৫৭ বাংলাদেশি মেলবোর্ন থেকে দেশে ফিরেছেন।

কলম্বোয় একটি বিরতি শেষে শুক্রবার দিনগত রাত ১টার দিকে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের বিশেষ বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। খবর ইউএনবির।

এদিকে দ্বিতীয় দফায় ঢাকা ছেড়েছেন অস্ট্রেলিয়ার ২২০ জন নাগরিক। শনিবার (৯ মে) বিশেষ ফ্লাইটে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন তারা।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্যানবেরায় বাংলাদেশের হাইকমিশন ও অস্ট্রেলিয়া কর্তৃপক্ষের সহায়তায় এবং ভিক্টোরিয়ান বাংলাদেশি কমিউনিটি ফাউন্ডেশন (ভিবিসিএফ) এবং মেল্টন ট্র্যাভেল সেন্টারের (যে প্রতিষ্ঠানকে যাত্রীদের মধ্যে সমন্বয়, তহবিল সংগ্রহ ও টিকিটের কাজ পরিচালনার জন্য নিযুক্ত করা হয়েছিল) সক্রিয় সহযোগিতায় ওই বাংলাদেশিদের ফিরিয়ে আনা সহজ হয়েছে।

পূর্ববর্তি সংবাদচাঁপাইনবাবগঞ্জে ঈদের আগে সকল মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত
পরবর্তি সংবাদভারতে ইসলামফোবিয়ার সময় পাল্টা উদারতা: কোয়ারেন্টাইন সেন্টারের জন্য জায়গা দিল মসজিদ