ঈদের ছুটিসহ ৩০ মে পর্যন্ত বাড়ছে চলমান সাধারণ ছুটির মেয়াদ

ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে চলমান সাধারণ ছুটি আগামী ৩০ মে শনিবার পর্যন্ত বাড়ানো হতে পারে। সাপ্তাহিক ছুটি, শবে কদরের ছুটি ও ঈদের ছুটিসহ মোট ১৪ দিন বাড়ছে চলমান সাধারণ ছুটির মেয়াদ। জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. ফরহাদ হোসেন গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন।

প্রতিমন্ত্রী জানান, এরইমধ্যে এ সংক্রান্ত সামারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে।  বৃহস্পতিবার  (১৪ মে)  এ সংক্রান্ত আদেশ জারি করা হতে পারে।

জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘এ সময় পর্যন্ত গণপরিবহন বন্ধ থাকবে। একই সঙ্গে সাধারণ ছুটি চলাকালীন সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, সর্বশেষ বাড়ানো সাধারণ ছুটির মেয়াদ ১৬ মে শনিবার শেষ হচ্ছে। এর আগে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়ার পর গত ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে সরকার। পরে ৫ থেকে ৯ এপ্রিল, ১৪ এপ্রিল, ২৫ এপ্রিল, ৫ মে এবং সর্বশেষ ১৬ মে পর্যন্ত ছুটি বাড়ানো হয়।

আরো পড়ুন: ছুটি না বাড়িয়ে উপায় নেই: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পূর্ববর্তি সংবাদনারায়ণগঞ্জে একই পরিবারের ৮ জন করোনায় আক্রান্ত
পরবর্তি সংবাদআঞ্চলিক বিশৃংখলা সৃষ্টি করতে জোট গঠন করেছে পাঁচটি দেশ: তুর্কি পররাষ্ট্রমন্ত্রী