সময় গড়ানোর সাথে রাস্তা-ঘাটে বাড়ছে মানুষের উপস্থিতি

ইসলাম টাইমস ডেস্ক: সীমিত আকারে দোকানপাট খোলার পর থেকেই করোনা ঝুঁকির মধ্যেই রাজধানী ঢাকা ফিরতে শুরু করেছে তার পুরোনো রূপে। চাপ বেড়েছে রাজধানীর রাস্তা ঘাটে। যদিও যাত্রীবাহী বাস ছাড়া, চলছে সব ধরনের যানবাহন।

পাশাপাশি চতুর্থ দিনের মতো রাজধানীর বিভিন্ন এলাকায় খোলা হয়েছে বিপণিবিতান। আগের মত ভিড় না থাকলেও বেলা বাড়ার সাথে সাথে দেখা মিলছে কিছু ক্রেতার।

প্রতিদিনের মতো কমলাপুর থেকে পার্সেল ট্রেন ছেড়ে যাচ্ছে দেশের বিভিন্ন গন্তব্যে। পর্যাপ্ত মালামাল না আসলেও এখনও চালু রয়েছে পার্সেল ট্রেনে পণ্য পরিবহন।

এদিকে রাজধানীর মতো খুলনাতেও চালু রয়েছে বিপণিবিতান। ক্রেতা-বিক্রেতার সুরক্ষা নিশ্চিত না করেনই যেখানে বেলা বাড়া সাথে সাথে বাড়ছে মানুষের সংখ্যা।

পূর্ববর্তি সংবাদবঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের প্রবল সম্ভাবনা
পরবর্তি সংবাদময়মনসিংহে নতুন করে চিকিৎসকসহ ১৫ জনের করোনা শনাক্ত