ঢাকা ও যশোর থেকে পালানো করোনা রোগী মাগুরায় আটক

ইসলাম টাইমস ডেস্ক: ঢাকা ও যশোর থেকে দুইবার পলানো এক করোনা পজেটিভ রোগীকে মাগুরায় আটক করে পুলিশ। রবিবার মাগুরার শালিখা উপজেলার আড়পাড়ায় ভাড়া বাসায় তাকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। ওই বাড়িটি লকডাউন করা হয়েছে। বাড়ির ৭ সদস্যকে হোম কোয়ারেন্টানে রাখা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকায় একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন ওই যুবক। ৮ মে ঢাকায় পরীক্ষা করে করোনা পজেটিভ আসলে তিনি পালিয়ে যশোর চলে আসেন। এরপর ২২ মে যশোরে তার দ্বিতীয় বার করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসলে সেখান থেকে পালিয়ে মাগুরার শালিখা উপজেলার আড়পাড়ায় চলে আসেন।

তিনি তার ঠিকানা মাগুরার মহম্মদপুর উপজেলার রাঢিখালী গ্রাম দেন। এই ঠিকানায় তার সন্ধান না পেয়ে মাগুরা সিভিল সার্জন অফিস থেকে তার মোবাইল নম্বর ট্র্যাকিং করা হয়। পরে মাগুরার শালিখা উপজেলার আড়পাড়ার একটি ভাড়া বাসা থেকে আটক করে তাকে ওই বাড়িতে হোম আইসোলেশনে রাখা হয়েছে। বাড়িটি লকডাউন করা হয়েছে।

ইত্তেফাক

পূর্ববর্তি সংবাদকুমিল্লায় একদিনেই করোনা আক্রান্ত ৮১ জন
পরবর্তি সংবাদদুর্নীতি মামলায় নেতানিয়াহুর বিচার শুরু