ইসলাম টাইমস ডেস্ক: হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত আমির ও দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মুহতামিম, শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেকে) চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার রাতে আল্লামা শাহ আহমদ শফীকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বার্ধক্যজনিত নানান রোগে ভুগছিলেন। এর আগে তিনি বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছেন।
হযরতের ছেলে মাওলানা আনাস মাদানী বলেন, রবিবার সন্ধ্যায় বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি বলেন, ‘বাধ্যর্কজনিত কারণে হুজুরের শরীরে নানান অসুখ বাসা বেধেছে। তিনি ডায়াবেটিকস, উচ্চ রক্তচাপসহ নানান রোগে ভুগছেন। এর আগেও তিনি একই সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন।’
