মন্ত্রী উশৈসিংয়ের এপিএসসহ আরও ৪জনের করোনা শনাক্ত

ইসলাম টাইমস ডেস্ক: পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের এপিএস খলিলুর রহমানসহ চারজনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। মন্ত্রীর সংস্পর্শে আরও ৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

রোববার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা।

আক্রান্তরা হলেন- পার্বত্য মন্ত্রীর ব্যক্তিগত সহকারী (এপিএস) মো. খলিলুর রহমান, মন্ত্রীর বাড়ির গৃহপরিচারিকা থোয়াই চু প্রু মারমা, পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা এমিচিং মারমা। অন্যদিকে নাইক্ষ্যংছড়ি ঘুমধুমের ৩৫ বছরের নারী লায়লা বেগম।

স্বাস্থ্য বিভাগ জানায়, করোনাভাইরাসে আক্রান্ত পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের সঙ্গে গত ৩ জুন এপিএস খলিলুর রহমানসহ তিনজনের নমুনা সংগ্রহ করে কক্সবাজার পাঠানো হয়। রোববার রাতে তাদেরও পজিটিভ রিপোর্ট এসেছে। তাদের মধ্যে গৃহপরিচারিকা সদর হাসপাতালের আইসোলেশনে আছেন তিন দিন ধরে।

অন্যরা বাসায় হোম কোয়ারেন্টিনে আছেন, তাদেরও আইসোলেশনে নিয়ে আসা হচ্ছে। জেলায় এ নিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫০ জনে।

সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা জানান, মন্ত্রীর সংস্পর্শে আসা আরও ৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এ ছাড়া অসুস্থ মন্ত্রীকে ঢাকায় নেয়ার সময় এবং তার কদিন আগে যারা মন্ত্রীর আশপাশে এসেছিলেন তাদের সবাইকে আগামী ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়া হয়েছে। সংক্রমণ রোধে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানাচ্ছি।

পূর্ববর্তি সংবাদকরোনায় মারা গেলেন কক্সবাজারের সিনিয়র সাংবাদিক মোনায়েম খান
পরবর্তি সংবাদসৌদিতে করোনায় বাংলাদেশির মৃত্যু