হাসি-কান্নার বক্তা তোফাজ্জল ভৈরবীর ইন্তেকাল

ইসলাম টাইমস ডেস্ক: বয়ান বক্তৃতায় নানা রকম কিচ্ছা কাহিনী শোনানো, আলোচিত বক্তা তোফাজ্জল হোসেন ভৈরবী ইন্তেকাল করেছেন।বেদাতি ধারার স্বল্পশিক্ষিত এই বক্তা সাধারন দোকানদার থেকে তার বক্তা-জীবন শুরু করেন।

(১১জুন) বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটায় তিনি ইন্তেকাল করেন করেন বলে জানা যায়।

পরিবার সূত্রে জানা গেছে, তিনি হার্টের রোগী ছিলেন। কয়েকদিন যাবত অসুস্থও ছিলেন। আজ বিকেলে স্ট্রোক করেন। হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করা হয়। মৃত্যুর সময় তিনি স্ত্রী দুই ছেলে দুই মেয়ে রেখে যান।

নরসিংদীর রায়পুরার রামনগর গ্রামে মায়ের পাশে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।

বক্তা তোফাজ্জল হোসেন ভৈরবী আলেম ছিলেন না, তবে হাফেজ ছিলেন বলে কেউ কেউ বলে থাকেন। ট্রাকে- বাসে তার ক্যাসেট বাজত। ড্রাইভার হেলপার ও গ্রামবাংলার নিম্নবিত্ত মানুষের কাছে তার কন্ঠ জনপ্রিয় ছিল । মায়ের প্রতি শ্রদ্ধা ও ভক্তি নিয়ে তার জনপ্রিয় কিছু বক্তৃতা পথে-ঘাটে মাইকে শোনা যেত। মূল ধারার আলেমদের সঙ্গে তার বিশেষ যোগাযোগ ছিল না। অভিযোগ রয়েছে, আকিদাসহ ইসলামের মৌলিক অনেক বিষয়ে তার বক্তব্যে বিভ্রান্তিপূর্ণ কথাবার্তা থাকতো।

পূর্ববর্তি সংবাদগাজীপুরে দুই হাজার ছাড়াল করোনা আক্রান্তের সংখ্যা, মৃত্যু ২০
পরবর্তি সংবাদকরোনা পরিস্থিতিতে চলতি বছর হজে যাচ্ছেন না মালয়েশিয়ার মুসলমানরা