সাগরে লঘুচাপ: আবহাওয়ার খবরে সারাদেশে বৃষ্টিপাতের পূর্বাভাস

ইসলাম টাইমস ডেস্ক: সাগরে লঘুচাপ এবং মৌসুমি বায়ুর প্রভাবে একইসঙ্গে দমকা হাওয়াসহ কোথাও ভারী থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এ কারণে সমুদ্র বন্দরে ৩ নম্বর আর নদী বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, সুস্পষ্ট লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে প্রায় সারা দেশের ওপর দিয়েই বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।  এজন্য বৃহস্পতিবারের মতো শুক্রবারও সমুদ্র বন্দরে  ৩ নম্বর সতক সংকেত দেখাতে বলা হয়েছে। তবে নদী বন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত নামিয়ে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।  লঘুচাপটি আরও ঘণীভূত হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় সুস্পষ্ট লঘুচাপ হিসেবে অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হতে পারে। এদিকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু চট্টগ্রাম, বরিশাল, সিলেট ও ঢাকা  বিভাগের পূর্বাংশ পর্যন্ত অগ্রসর হয়েছে। এটি আরও অগ্রসর হয়ে সারা দেশে বিস্তার লাভ করবে।
পূর্ববর্তি সংবাদ‘হাউজে কাওছারের পানি পান করার আশায় মসজিদে নববীর মেহমানদের আমি চা পান করাই’
পরবর্তি সংবাদকরোনা: আরও দুই চিকিৎসকের মৃত্যু