কানাডার আলবার্টায় টানাবর্ষণে আকস্মিক বন্যা

ইসলাম টাইমস ডেস্ক: কানাডার আলবার্টায় শনিবার সন্ধ্যা থেকে টানাবর্ষণে আকস্মিক বন্যা দেখা দিয়েছে।দক্ষিণ-পূর্ব আলবার্টায় টর্নেডো, বজ্রপাতসহ শিলাবৃষ্টি এবং ক্যালগারি ও আশপাশের অঞ্চলে টানাবর্ষণে বন্যা দেখা দিয়েছে।

ভারী বর্ষণে শহরের রাস্তাঘাট প্লাবিত হয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। বন্যার কারণে মারলবারো ও স্যাডলেটাউন স্টেশনের মধ্যে সি-ট্রেন চলাচল স্থগিত করা হয়েছে এবং উত্তর-পূর্বের একাধিক বাস রুটও বন্ধ করে দেয়া হয়েছে।

ক্যালগেরির নর্থইস্ট এলাকাটি এশিয়ান অধ্যুষিত এলাকা। এই এলাকায় অনেক বাঙালির বসবাস। প্রবাসী বাঙালিদের বাড়িঘর গাড়ি ও বাগানের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে।

প্রবাসী বাঙালি আহমেদ তৌফিক জানালেন- প্রায় ২০ মিনিটের শিলাবৃষ্টিতে আমার দুটি টয়োটা গাড়ি ও বাড়ির ক্ষতি হয়েছে। এ ছাড়া গত দুই মাস ধরে বাগানে লাগানো সব সবজি নষ্ট হয়ে গেছে।

পূর্ববর্তি সংবাদসিনেমা ও ওয়েব সিরিজে অশ্লীল দৃশ্য সরাতে সরকারকে আইনি নোটিশ
পরবর্তি সংবাদযুক্তরাষ্ট্রে করোনা রোগীর বিল এলো সাড়ে ৯ কোটি টাকা!