মৃত্যুর পর নাসিমকে নিয়ে ব্যঙ্গ: স্ট্যাটাসদাতা বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার

ইসলাম টাইমস ডেস্ক : সদ্য প্রয়াত আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যু নিয়ে ব্যঙ্গ করে স্ট্যাটাস দেয়ার অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বাংলা বিভাগের  শিক্ষক সিরাজাম মুনিরাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৪ জুন) দিবাগত রাত ১২টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন সর্দারপাড়া থেকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আইসিটি আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মেট্রোপলিটন তাজহাট থানার পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলাম।

সিরাজুম মুনিরা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক ও ছাত্রজীবনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি ছিলেন। জানা যায়, শনিবার (১৩ জুন) লাইফ সাপোর্টে থাকা আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম মারা যান। তার মৃত্যু নিয়ে শিক্ষক সিরাজাম মুনিরা তা ব্যক্তিগত ফেসবুক আইডিতে ব্যাঙ্গ করে স্ট্যাটাসে লিখেন “যোগ্য নেতৃত্বে দেশ নাসিম্যা মুক্ত হল”। স্ট্যাটাস দেয়ার কিছুক্ষণ পরেই তা ডিলিট করেন তিনি।

এরপর তার দেয়া পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এঘটনায় বিশ্ববিদ্যালয় আওয়ামীপন্থী শিক্ষক সংগঠন ও আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে অভিযুক্তের শাস্তি নিশ্চিতসহ চাকরিচ্যুতের দাবি জানান। এদিকে ওই শিক্ষকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেন শিক্ষক-শিক্ষার্থীসহ ছাত্রলীগের নেতাকর্মীরা। পরবর্তীতে মোহাম্মদ নাসিমের মৃত্যু নিয়ে ফেসবুকে ব্যাঙ্গাত্মক স্ট্যাটাস দেয়ায় সিরাজুম মনিরাকে কারণ দর্শানো নোটিশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ওসি তদন্ত রবিউল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আইসিটি আইনে করা মামলায় শিক্ষক সিরাজাম মুনিরাকে গ্রেফতার করা হয়েছে। মামলা নম্বর ৮, তারিখ ১৪/০৬/২০২০। তবে গ্রেফতার করে কোথায় রাখা হয়েছে এবিষয়ে কোন কিছু বলেননি। তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে বলা যাচ্ছে না তবে পুলিশ হেফাজতে আছেন।

 

পূর্ববর্তি সংবাদশেখ আবদুল্লাহর দাফন বিষয়ে সিদ্ধান্ত করোনা পরীক্ষার পর
পরবর্তি সংবাদগণস্বাস্থ্যের কিটে পরীক্ষা: করোনামুক্ত হলেন ডা. জাফরুল্লাহ