করোনায় বেসামাল দিল্লি, ট্রেনের ৫০০ কামরাকে হাসপাতালে পরিণত করার ঘোষণা

ইসলাম টাইমস ডেস্ক ভারতের রাজধানী দিল্লিতে করোনা আক্রান্তদের চিকিৎসায় জরুরি ভিত্তিতে ট্রেনের ৫০০ কামরাকে অস্থায়ী হাসপাতালে পরিণত করার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার। রবিবার (১৪ জুন) কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ ঘোষণা দেন। বরাদ্দকৃত এসব কামরায় অতিরিক্ত ৮০০০ শয্যা তৈরি করে করোনা আক্রান্তদের চিকিৎসা দেওয়া হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বিশ্বে সর্বোচ্চ করোনা আক্রান্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও রাশিয়ার পরেই ভারতের অবস্থান। সরকারি হিসাব অনুযায়ী, সেদেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩ লাখ ২১ হাজারের কাছাকাছি। এর মধ্যে মারা গেছেন ৯ হাজার ১৯৫ জন। ভারতের মহারাষ্ট্র ও তামিল নাড়ু রাজ্যের পর সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে দিল্লিতে। সেখানকার আক্রান্তের সংখ্যা ৩৮ হাজার ছাড়িয়েছে গেছে।

দিল্লিতে যে হারে রোগীর সংখ্যা বাড়েছে তাতে সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে  যা বেড খালি রয়েছে তা কয়েকদিনের মধ্যে ভর্তি হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এই পরিস্থিতিতে দিল্লির মুখ্যমন্ত্রীর সঙ্গে রবিবার বৈঠক করে ৫০০ ট্রেনের কামরা দেওয়ার কথা ঘোষণা করেন অমিত শাহ। এদিনের বৈঠকে শাহ বলেছেন, টেস্টের সংখ্যা আরও বাড়ানোর জন্য দিল্লি সরকারকে সাহায্য করবে কেন্দ্র। সেইসঙ্গে বেডের অভাব মেটাতে ৫০০ ট্রেনের কামরার ব্যবস্থা করা হবে। সেখানেই গড়ে তোলা হবে আইসোলেশন ওয়ার্ড। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থমন্ত্রী হর্ষবর্ধনও। অমিত শাহের সঙ্গে কথা হওয়ার পর টুইট করে কেজরিওয়াল লেখেন, “দিল্লি সরকার এবং কেন্দ্রের মধ্যে খুবই ভাল বৈঠক হয়েছে। অনেকগুলি কার্যকরি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনাভাইরাসের বিরুদ্ধে আমরা একসঙ্গে লড়ব।”

দিল্লিতে নমুনা পরীক্ষার ক্ষেত্রেও জোর দেওয়া হচ্ছে। অমিত শাহ বলেছেন, দু’দিনের মধ্যে নমুনা পরীক্ষার সংখ্যা দ্বিগুণ কড়া হবে দিল্লিতে। ছয়দিনের মধ্যে তা তিন গুণ করা হবে। কেন্দ্রের তরফে আরও বলা হয়েছে, বেসরকারি হাসপাতালগুলোর সঙ্গে সমন্বয় রাখার জন্য এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার জন্য অল ইন্ডিয়া মেডিক্যাল সায়েন্সেসের সিনিয়র চিকিৎসকদের নিয়ে একটি কমিটি গড়া হবে। তারা টেলিফোনের মাধ্যমে পরামর্শ দেবেন।

পূর্ববর্তি সংবাদসোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক করোনায় আক্রান্ত
পরবর্তি সংবাদকরোনায় মারা গেলেন বদরউদ্দিন কামরান