‘এবারের বাজেটে অর্থনৈতিক উন্নয়ন নয় বরং মানুষকে প্রাধান্য দেওয়া হয়েছে’

ইসলাম টাইমস ডেস্ক: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, এবারের বাজেটে অর্থনৈতিক উন্নয়ন নয় বরং মানুষকে প্রাধান্য দেওয়া হয়েছে। মানুষ না থাকলে বাজেট কার জন্য? বৈশ্বিক মহামারী করোনাভাইরাস সংক্রমণ থেকে মানুষকে বাঁচাতে হবে।

 

অর্থমন্ত্রী আরও বলেন, আমাদের এবারের বাজেটে সব ক্ষেত্রে প্রাধিকার পাচ্ছে দেশের মানুষ। দেশের মানুষকে বাঁচাতে হবে। এই করোনাভাইরাস সংক্রমণ থেকে আমাদের চেষ্টা থাকবে মানুষকে যতটা সম্ভব রক্ষা করা। আল্লাহর অশেষ রহমত থেকে আমরা সেই কাজটি করব।’

নতুন অর্থ বছরের বাজেট সবার জন্য’ উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘সব সময় আমাদের বাজেটে অর্থনৈতিক উন্নয়নগুলোর কম্পোনেন্ট প্রাধিকার পায়। কিন্তু এবার আমরা তা করিনি। এবার মানুষকে প্রাধিকার দিয়েছি। এটা কেবল অর্থনৈতিক বাজেট নয়। এটা একদিকে অর্থনৈতিক বাজেট পাশাপাশি মানবিক বাজেট।’

পূর্ববর্তি সংবাদপাকিস্তানে ভারতীয় হাই কমিশনের দুই কর্মকর্তা নিখোঁজের দাবি নয়া দিল্লির
পরবর্তি সংবাদ৫৯ শতাংশ হাসপাতালেই দেয়া হয়েছে নিম্নমানের সুরক্ষা সমাগ্রী: টিআইবি