পাকিস্তানে ভারতীয় হাই কমিশনের দুই কর্মকর্তা নিখোঁজের দাবি নয়া দিল্লির

ইসলাম টাইমস ডেস্ক: পাকিস্তানে নিযুক্ত ভারতীয় হাই কমিশনের দুই কর্মকর্তার কোনো খোঁজ মিলছে না বলে দাবি করছে নয়া দিল্লি। সোমবার (১৫ জুন) সকাল থেকেই তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না দাবি করে হিন্দুস্তান টাইমসে খবর প্রকাশ করা হয়েছে।

হিন্দুস্তান টাইমসের খবরে আরো দাবি করা হয়েছে,  একটি সূত্র সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে জানিয়েছে, এই দুই কর্মীকে হয়তো ইসলামাবাদ পুলিশ অপহরণ করেছে।

নয়া দিল্লির দাবি, নিখোঁজ দুই কর্মীর বিরুদ্ধে কিছু ‘মিথ্যা অভিযোগ’ আরোপের জন্যই তাদের তুলে নিয়ে যাওয়া হয়েছে। তবে এ ঘটনার প্রেক্ষিতে পাকিস্তানি কর্মকর্তাদের কোনো বক্তব্য এখনো গণমাধ্যমে পাওয়া যায়নি।

নয়া দিল্লির করা সেই দাবির প্রেক্ষিতে প্রতিবেদনে বলা হয়, সোমবার সকালে ওই দুই কর্মী কিছু কাজের জন্য হাই কমিশন থেকে বেরিয়েছেন। পরে যথাসময়ে তারা নির্দিষ্ট গন্তব্য স্থলে না পৌঁছালে উদ্বেগ তৈরি হয় হাই কমিশনে। কিছু সময় পর দূতাবাসের কর্মীরা পাকিস্তান ও ভারত উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এ ঘটনা সম্পর্কে অবহিত করেন।

পূর্ববর্তি সংবাদরেড জোন হিসেবে সাধারণ ছুটির আওতায় ঢাকার যেসব এলাকা
পরবর্তি সংবাদ‘এবারের বাজেটে অর্থনৈতিক উন্নয়ন নয় বরং মানুষকে প্রাধান্য দেওয়া হয়েছে’