চীনের হামলায় লাদাখ সীমান্তে ভারতের ৩ সেনা নিহত

ইসলাম টাইমস ডেস্ক: লাদাখ সীমান্তে সংঘর্ষে জড়াল ভারত ও চীনের সেনাবাহিনী। সোমবার রাতে গলওয়ান উপত্যাকায় চীনা সেনাদের হামলায় ভারতের এক কর্নেল এবং দুই জওয়ান নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এসময় চীনের এক সেনার মৃত্যু হয়েছে বলে ভারতীয় সেনারা দাবি করছে।

এদিকে তিন সেনার মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন ভারতের আরও ১১ সেনা। হতাহত অফিসার ও সেনারা দেশটির ১৬ বিহার রেজিমেন্টের।

অন্যদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়াং গলওয়ান উপত্যকায় সংঘর্ষের ঘটনা স্বীকার করে নয়াদিল্লিকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, একতরফা পদক্ষেপ নিবেন না।

৪৫ বছর পরে চীনা হামলায় ভারতীয় সেনার মৃত্যুর ঘটনা ঘটল বলে ভারতীয় মিডিয়ায় দাবি করা হচ্ছে।

এর আগে ১৯৭৫ সালে অরুণাচল প্রদেশের চিন টুলুং লায় অসম রাইফেলসের টহলদার বাহিনীর ওপর হামলা চালিয়ে চার জওয়ানকে হত্যা করেছিল চীন সেনারা।

পূর্ববর্তি সংবাদচেয়ারম্যানের বাড়িতে মিললো ৪০ হাজার ইয়াবা
পরবর্তি সংবাদ২৬ কর্মকর্তাসহ নিম্ন আদালতের ১৩ বিচারক করোনায় আক্রান্ত