২৬ কর্মকর্তাসহ নিম্ন আদালতের ১৩ বিচারক করোনায় আক্রান্ত

ইসলাম টাইমস ডেস্ক: দেশের নিম্ন আদালতের ১৩ জন বিচারক করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এরমধ্যে লালমনিরহাটের জেলা ও দায়রা জজ ফেরদৌস আহমেদ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন। অন্যদিকে নিম্ন আদালতের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ২৬ জন করোনায় শনাক্ত হয়েছেন বলে জানা গেছে। সারাদেশের জেলা জজদের মাধ্যমে হাইকোর্ট প্রশাসনের কাছে তথ্য পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সুপ্রিম কোর্টের মুখপাত্র ও স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভার্চুয়াল পদ্ধতিতে আদালতে বিচারকার্য পরিচালনা এবং দায়িত্ব পালনকালে সারাদেশে নিম্ন আদালতে এ পর্যন্ত ১৩ জন বিচারক এবং ২৬ জন কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া উপসর্গ নিয়ে আইসোলেশন আছেন আরও চারজন বিচারক।

আক্রান্ত হওয়া বিচারকদের সঙ্গে প্রধান বিচারপতি কথা বলেছেন এবং তিনি সার্বক্ষণিক তাদের খবর রাখছেন। সুপ্রিম কোর্ট থেকে ২৬ জন কর্মচারীর চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট জেলা জজদের অনুরোধ করা হয়েছে বলেও জানান সাইফুর রহমান।

পূর্ববর্তি সংবাদচীনের হামলায় লাদাখ সীমান্তে ভারতের ৩ সেনা নিহত
পরবর্তি সংবাদসিন্ধের প্রাদেশিক সংসদে সিদ্ধান্ত: রাসূল সা.-এর নামের সাথে লেখা হবে খাতামুন নাবিয়্যিন