‘প্রস্তাবিত বাজেট জনগণের ওপর ঋণের বোঝা আরো বাড়িয়ে দিবে’

ইসলাম টাইমস ডেস্ক: প্রস্তাবিত বাজেট জনগণের ওপর ঋণ ও সুদের বোঝাকে আরো বাড়িয়ে দেবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

আজ শুক্রবার সংবাদমাধ্যমে পাঠানো এক এক বিবৃতিতে একথা বলেন তিনি।

বিবৃতিতে চরমোনা পীর আরো বলেন, এখন প্রশ্ন মুনাফার নয়, এখন প্রশ্ন মানুষ বেঁচে থাকার। এ সময়ে অতিরিক্ত টাকার প্রয়োজন মেটাতে কর্পোরেট কর আরো বৃদ্ধি করে মানুষ বেঁচে থাকার ব্যবস্থা করার দরকার ছিলো। কিন্তু সরকার তা না করে পুঁজিপতিদের আরো ছাড়ের ব্যবস্থা করে দিয়েছে। আর মানুষের প্রয়োজন মেটাতে সুদের ওপরে ঋণ করেছেন। এর মাধ্যমেও  সেই পুঁজিপতিরাই লাভবান হবে। আসলতো পাবেই অতিরিক্ত সুদের টাকাও তাদের পকেটে যাবে। এতে ধনীরা আরো ধনী এবং গরিবরা আরো গরিব হবে। করোনার এই সংকটকে কেন্দ্র করে পুঁজিপতিদের মুনাফার থলে আরো একবার পূর্ণ করার পায়তারা করছে সরকার।

পূর্ববর্তি সংবাদচীনা পণ্য বয়কটে বড়সড় ক্ষতির মুখ দেখবেন ভারতের ব্যবসায়ীরা!
পরবর্তি সংবাদচট্টগ্রামে নানা হাসপাতাল ঘুরেও মিলছে না চিকিৎসাসেবা