করোনায় কামাল লোহানীর মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: করোনায় আক্রান্ত হয়ে ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা ও সাংবাদিক কামাল লোহানী মারা গেছেন।শনিবার সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কামাল লোহানীর পরিবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দীর্ঘদিন ধরে ফুসফুস ও কিডনির জটিলতা ছাড়াও হৃদরোগ ও ডায়াবেটিসে ভুগছিলেন তিনি।

গত ১৮ মে ফুসফুস ও কিডনির জটিলতা নিয়ে কামাল লোহানীকে রাজধানীর পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়।

তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ১৭ জুন সকালে তাকে একই হাসপাতালে ভর্তি করা হয়।

 

পূর্ববর্তি সংবাদডিয়ার ডিপ্রেশন, তোমাকে স্বাগতম
পরবর্তি সংবাদস্কুল-কলেজ শিক্ষার্থীদের সময় কীভাবে কাটছে